📄#১মসাময়িকপরীক্ষা নোটিস!
মারকাযুত তাকওয়া হিফযুল কুরআন একাডেমি এর #ক্যাডেট বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককে জানানো যাচ্ছে যে, #ক্যাডেট বিভাগের #১ম সাময়িক পরীক্ষা-২০২৫ পরীক্ষা ০৬/০৫/২০২৫ খ্রি., রোজ- মঙ্গলবার থেকে ১৪/০৫/২০২৫ খ্রি., রোজ- বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত রুটিন খুব শীঘ্রই #হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওয়েবসাইট (www.markazuttaqwahqa.com) ও ফেসবুকে (www.facebook.com/markazuttaqwahqa) প্রকাশ করা হবে ইনশাআল্লাহ!
অতএব সকল শিক্ষার্থীকে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে আদেশ দেওয়া গেলো।
বি: দ্র.পরীক্ষার রুটিন প্রকাশ হলে #এডমিট_কার্ড এবং পরীক্ষার রুটিন প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে ৩০০/- ফি প্রদানপূর্বক গ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে–
প্রতিষ্ঠান পরিচালকবৃন্দ